Bhalolaage Tomake Lyrics Tomake Chai Arijit Singh Lyricsultima
Bhalolaage Tomake Lyrics Tomake Chai Arijit Singh Lyricsultima. A passionately romantic song from the movie ‘Tomake Chai’. The song has been composed by Indradeep Dasgupta & sung by Arijit Singh and Anwesshaa.
The movie released in the year 2017 and the title cast is Bonny Sengupta & Koushani Mukherjee.
Music & Song Credits
Song | Bhalolaage Tomake |
Movie | Tomake Chai |
Singers | Arijit Singh & Anwesshaa |
Lyrics | Prasen |
Composer | Indraadip Dasgupta |
Music Producer | Arijit Singh |
Programming | Arijit Singh & Dev Arijit |

Bhalolaage Tomake Lyrics Translation in Bengali
ভালো লাগে তোমাকে
I like you
কাছাকাছি পেলে ,
Getting closer
ভালবাসি তুমিও
Love you too
কাছাকাছি এলে ।
Came closer
অন্য তখন , চোখের ধরন ,
Another then, the type of eye
অন্য রকম , পায়ের চলন ।
Different then the movement of feet
তুমি আসে পাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে ,
You come and become a shadow with a emotional bonding
তুমি এক নিমেশে ভালবেসে আমায় বাঁচালে ,
You saved me in a moment of love
তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে ।
You sent me a letter at night alone
ভালো লাগে তোমাকে
I like you
কাছাকাছি পেলে ,
Getting closer
ভালবাসি তুমিও
Love you too
কাছাকাছি এলে ।
Came closer
ও… তোমার হাসি , হাতছানি দাও ,
Hey my smile shake your hand
হারিয়ে যাবো আমি তোমার ভিড়ে ।
I will be lost in your crowd
তোমার ঘুমের পর্দা সরাও ,
Remove your sleeping curtain
বৃষ্টি হব আমি জানলার পারে ।
I will be rain beside the window
তুমি আসে পাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে ,
You come and become a shadow with a emotional bonding
তুমি এক নিমেশে ভালবেসে আমায় বাঁচালে ,
You saved me in a moment of love
তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে ।
You sent me a letter at night alone
ভালো লাগে তোমাকে
I like you
কাছাকাছি পেলে ,
Getting closer
ভালবাসি তুমিও
Love you too
কাছাকাছি এলে ।
Came closer
ও… তোমায় নিয়ে ব্যস্ত যখন ,
Hey….When I am bussy with you
অন্য কিছু আমি শুনতে না পাই ।
Anything else I can’t hear
ও… তোমার হাতেই বাঁচন মরণ ,
Life and death are in your hands
আমার পাশে শুধু তোমাকে চাই ।
I just want you by my side
তুমি আসে পাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে ,
You come and become a shadow with a emotional bonding
তুমি এক নিমেশে ভালবেসে আমায় বাঁচালে ,
You saved me in a moment of love
তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে ।
You sent me a letter at night alone
ভালো লাগে তোমাকে
I like you
কাছাকাছি পেলে ,
Getting closer
ভালবাসি তুমিও
Love you too
কাছাকাছি এলে ।
Came closer
Bhalolaage Tomake Official Video