Chup Kore Tui lyrics in Bengali Ei Ami Renu Lyricsultima
Chup Kore Tui lyrics in Bengali Ei Ami Renu Lyricsultima.Watch “Chup Kore Tui” from “Ei Ami Renu” , by Monali Thakur and Ash King, as the dynamic shades of youthful love are reflected in the lively heartfelt tune, made by Rana Mazumder .
The movie directed by Saumen Sur. It stars Soham Chakraborty, Sohini Sarkar, Gaurav Chakrabarty, Koushik Ganguly, Anindya Chatterjee, and Alivia Sarkar.
The film is delivered by Aangsh Movies and music for the film was made by Rana Majumdar.
Music & Song Credits
Song Title | Chup Kore Tui |
Music & Lyrics | Rana Mazumder |
Singers | Monali Thakur & Ash King |
Music Programming & Arrangements | Lyton |
Guitars played by | Shomu Seal |

Chup Kore Tui lyrics in Bengali
চুপ করে তুই, কেন ছিলি শুধুই
মনে বেঁধে রেখে চুপকথা
আজ বলে দে সব বাধা কাটিয়ে
রাঙিয়ে এ বসন্ত বেলা
বলতে চেয়েছি,ভয়ে মরেছি
আড়ালে তোকে কত দেখেছি
বলছে আকাশ, আর বাতাস
তুই আমার।
চুপ করে তুই, কেন ছিলি শুধুই
মনে বেঁধে রেখে চুপকথা
আজ বলে দে সব বাধা কাটিয়ে
রাঙিয়ে এ বসন্ত বেলা
এই ফাল্গুনে পলাশের আবিরে
রং গুলে তোকে সাজাই
তোর সুরভী অন্তরে বাহিরে
আজ আমায় কে আর পায়
আমি পেয়েছি, বুকে বেঁধেছি
ছাড়বোনা তোকে, দিব্যি খেয়েছি
বলছে আকাশ, আর বাতাস
তুই আমার
চুপ করে তুই, কেন ছিলি শুধুই
মনে বেঁধে রেখে চুপকথা
আজ বলে দে সব বাধা কাটিয়ে
রাঙিয়ে এ বসন্ত বেলা