Manike Mage Hithe song download | Lyrics in with meaning 2022
Manike Mage Hithe song download and lyrics in bengali with meaning . The song sung by famous Sri lankan Pop start Yohani. Enjoy the ravishing lyrics of Chamath Sangeeth, Yohani, Satheeshan’s most recently released Sinhala song Manike Mage Hithe.
Notwithstanding home to heap societies, countless classes, assortments and scores of abilities, there is a solidarity in the variety of music in India. Sri Lankan hit tune ‘Manike Mage Hithe’ is an ideal illustration of how music is adored and venerated in India like no place else.
Produced by Chamath Sangeeth in July 2020, the Sinhala song which originally features Sri Lankan female singer-rapper Yohani and Satheeshan has become a new sensation in India all due to its cheerful melody and Sinhala rap.
We have just tried to covert the original song to its Bengali meaning version for you only.
Music & Song Credits
Song | Manike Mage Hithe Song |
Music | Chamath Sangeeth |
Lyrics | Dulan ARX (Dulanja Alwis) |
Guitar | Shane Vas |

Manike Mage Hithe Song Download | lyrics in Bengali with Meaning
মানিকে মাগে হিথে মুদলে নুরা হেগুময়াইবি অ্যায়িলেয়ি
আমার মনের সমস্ত ভাবনা তোমাকে নিয়েই চলে, এ যেন এক আগুনের শিখা, জ্বলছেই
নেরিয়ে নুম্বে নাগে, মাগে নেত্তেরা মেহা ইয়ায়ি শিয়েয়ি
তোমার শরীরী আদল আমি চোখে হারাই, আমি সারাক্ষণ তোমাকেই দেখে চলি
মা, হিথা লাগামা দেওয়াতেনা, হুরু পেমাকা পাতেলেনা
তুমি আমার হৃদয়ের অনেক কাছে, যেন অনেককাল ধরেই তোমাকে চিনি
রুয়া নারি মানামালি সুকুমালি নুম্বাথামা
তুমি পরীর মতো, তুমি আমার প্রিয়তম
ইথিন এপা মাতানামাঙ্গু গাথা হিথা নুম্বা মাগেমা হ্যাঙ্গু
তুমি আমার লুকোনো মন খুঁজে বের করেছো, আর জটিল হয়ো না
আলে নুম্বাতামা ওয়ালাঙ্গু মানিকে ওয়েন্নেপা থাওয়া সুন্যাঙ্গু
আমার এই প্রেম শুধু তোমারই জন্য
গামে কাটাকারামা কেল্লা হিথা ওয়েলা নুম্ব রুয়াতা বিল্লা
এই গ্রামে তুমি সবচেয়ে বেশি বকবক করো, আমার মন তাতেই মজেছে
নাথিন্নেথা গাথামা আল্লা মাগে হিথাথ না মাটামা মেল্লা
তোমার চোখে যখন আমার চোখ পড়ল, আমি নিজেকে সামলাতে পারিনি
কেল্পে কেক্সে ওয়েলা মাগে হিথা পাথথু ওয়েনাওয়াদা থাওয়া টিকাক
ওরে মেয়ে, আমার পরাণ জ্বলছে, আরও একটু কাছে আয়
কিতু মাতা পিসসু থাদাওয়েনা উইদিহাতা গাসসু
তোমার জাদু আমায় পাগল করে দেয়
ওয়া দুমু ইঙ্গিয়াতা মাথ্যু বাম্বারেকি মামা থাতু ইসসু, ওয়া ওয়াতাকারাগেনা রাসসু
তুমিই আমায় ডাকছো, আমি মৌমাছি, মধুর খোঁজে আছি
রথেন হিথা আরাগাথু বাম্বারা
একমাত্র আমার সঙ্গেই তোমার থাকা উচিত
মা, হিথা লাগামা দেওয়াতেনা, হুরু পেমাকা পাতেলেনা
তুমি আমার হৃদয়ের অনেক কাছে যেন অনেককাল ধরেই তোমাকে চিনি
রুয়া নারি মানামালি সুকুমালি নুম্বাথামা
তুমি পরীর মতো, তুমি আমার প্রিয়তম
মানিকে মাগে হিথে মুদলে নুরা হেগুময়াইবি অ্যায়িলেয়ি
আমার মনের মধ্যে সমস্ত ভাবনা তোমাকে নিয়েই চলে, এ যেন এক আগুনের শিখা জ্বলছে
নেরিয়ে নুম্বে নাগে, মাগে নেত্তেরা মেহা ইয়ায়ি শিয়েয়ি
তোমার শরীরী আদল আমি চোখে হারাই, আমি সারাক্ষণ তোমাকেই দেখে চলি
Manike Mage Hithe Song Download & Lyrics in English
Manike mage hithe
Muduwe nura hangum yawi
awilewi
Neriye numbe naage
Maage net eha meha yawi
sihiwewi
Ma hitha langama dawatena
Huru Pemaka Patalena
Ruwa nari
Manahari
Sukumali numba thama
Ma hitha lagama dawatena
Huru pemaka patalena
Ruwa nari
Manahari
Sukumali numba thama
Manike mage hithe
Ithin epa matanam waanguu
Gatha hitha numba magema hanguu
Ale numbatama walanguu
Manike wennepa thawa sunanguu
Gaame katakarama kella
Hitha wela nube
Ruwata billa
Nathin netha gaththama alla
Mange hithath na
Matama mella
Kelle kelle wela mage hitha
Paththu wenawada thawatikaka
Kittu mata pissu thadawena Widihata gassu
Oya dunnu ingiyata mathwu
Bambareki mama thantu issu
Oya watakaragena raswu
Roththen hitha aragaththu bambara