Mukto Kore Dao Lyrics Arijit Singh Koyel Singh Lyricsultima
Mukto Kore Dao Lyrics Arijit Singh Koyel Singh Lyricsultima. “Mukto Kore Dao” is a petition for the freedom from obliviousness. Song Composed, Written & Produced by Arijit Singh.
In this tactile reality a projection of self in a restricted way prevent us from understanding that we are finished inside. It is a petition which is sung for all individuals. May we know that we are the expert of our body and psyche.
May we be cognizant enough to utilize our own body and brain to manage our responsibilities towards the prosperity of the world and all life powers. May we be looking for the genuine self which is liberated from all wretchedness.
Music & Song Credits
Music | Arijit Singh |
Lyrics | Arijit Singh |
Video Concept | Koyel Singh & Arijit Singh |
Story & Script | Koyel Singh |
Screenplay & Storyboarding | Arijit Singh |
Director | Koyel Singh |

Mukto Kore Dao Lyrics Bengali
যা আমায় টানে
তারই আকর্ষণে
যাচ্ছি সীমানায়
কি খুঁজছি জানিনা
ও ও ও …………
বন্দী করে
মন যে আমায়
পোষ মানিয়েছে
তাই মনটা ভালনা
ও ও ও …………
এখনই হেসেছি
এখনই নিরবে
কি শূন্যতায় ? বোলো
এই কতো ভিরে , এই অগোচরে ,
কি শূন্যতায় ? বোলো
তুমি আপন করে আমায়
কাছে টেনে নাও,
মুক্ত করে দাও
ও ও ও …………
আমার অসহায় চেতনার
ঘুম ভাঙিয়ে দাও
মুক্ত করে দাও
ও ও ও …………
ও …ও… ও …ও
ও …ও… ও …ও
ও …ও… ও …ও
ও …ও… ও …ও
তুমি তো না থাকায় থাকা দায়
ছুটে ছুটে বেড়াই আমি নেশায়
তমার গান গেয়ে গেয়ে
প্রানের গান গেয়ে গেয়ে
ভেতরে তবেও শূন্যতা
অসম্পূর্ণতা
কখনো তোমাকেই খুঁজে পাই
তবু হারিয়ে যাই ভালবাসায়
তোমার মুখ চেয়ে চেয়ে
তোমার মুখ চেয়ে চেয়ে
গভীরে তবেও শূন্যতা
অসম্পূর্ণতা
নিজে খুশি মত
নিজেই অনুগত
কি শূন্যতায় ? বোলো
আজকে লেখা বই
কালকে মনে নেই
কি শূন্যতায় ? বোলো
তুমি আপন করে আমায়
কাছে টেনে নাও,
মুক্ত করে দাও
ও ও ও …………
র্যাপ ………
ও …ও… ও …ও
ও …ও… ও …ও
ও …ও… ও …ও
ও …ও… ও …ও
তুমি আপন করে আমায়
কাছে টেনে নাও,
মুক্ত করে দাও
ও ও ও …………
আমার অসহায় চেতনার
ঘুম ভাঙিয়ে দাও
মুক্ত করে দাও
ও ও ও …………
ও …ও… ও …ও
ও …ও… ও …ও
ও …ও… ও …ও
ও …ও… ও …ও
ও …ও… ও …ও
ও …ও… ও …ও
ও …ও… ও …ও
ও …ও… ও …ও