Thik bhul bhule aami lyrics SOS Kolkata
Thik bhul bhule aami lyrics SOS Kolkata.Yash Dasgupta, Nusrat Jahan and Mimi Chakraborty are the three main star cast of Anshuman Pratyush’s upcoming film ‘SOS KOLKATA’.
The poster has already garnered quite a lot of attention since the film is about the fight against terrorism. Anshuman says his film will show a Kolkata that’s under terrorist attack.
Mimi and Nusrat, both TMC MPs and closest companions had before shared the screen in Birsa Dasgupta’s ‘Criss Cross’. By chance, them two have shared screen to Yash in various movies. Actually, Yash appeared with Birsa’s film ‘Gangster’ that had Mimi as the main character. And afterward, Nusrat was seen opposite Yash in Birsa’s ‘One’.
The music in the film is composed by Pratik Kundu & also penned by Pratik Kundu himself.
Music & Song Credits
Song | Thik Bhul Bhule Aami |
Movie | SOS Kolkata |
Vocals | Anwesha Dutta Gupta & Pratik Kundu |
Music & Lyrics | Pratik Kundu |
Story and Screenplay | Anshuman Pratyush |
Label | Jarek Entertainment |

Thik bhul bhule aami Bengali lyrics Yash Dasgupta
ঠিক-ভুল ভুলে আমি
তোর কাছে বাধা পড়ে গেছি,
ভিড়ে আজও একা হলে
তোর কাছে ছুটে চলে আসি।
তুই মন ছুঁয়ে গেলে
এই ঠোঁট মেখে ফেলে হাসি,
অচেনা শহরে আজও
হেঁটে চলি তোর পাশাপাশি।
তোর নামে তোলা থাকে খুনসুটি পাগলামো
তুই না থাকলে বল কাকে আর আগলাবো?
চুপ কেন সব বুঝে, অযথাই বোকা সেজে
কিভাবে বোঝাবো তোকে
হ্যাঁ আমি কতটা ভালোবাসি।
হ্যাঁ তুই বড্ড বাজে পারিস তো মাঝে মাঝে
যে কোনো বাহানা খুঁজে
আসতে আমার কাছাকাছি।
ঠিক-ভুল ভুলে আমি
তোর কাছে বাধা পড়ে গেছি,
ভিড়ে আজও একা হলে
তোর কাছে ছুটে চলে আসি।
বায়নারা অবাদ্ধতা
ভুলে যায় তুই কাছে এলে,
মন খারাপ ভিড় করে
আজও তুই দূরে চলে গেলে,
তোর কাছেই শান্তি তাই
থাকছে না মন কোলাহলে,
থাকলে চুপ নিঃশুমে
চোখেরা কত যে কথা বলে।
আদরেই অভিমান ভুলিয়ে দিস
রেগে গেলে আজ আমায় মানিয়ে নিস,
চোখ যদি জলে ভাসে,
আজ আমার পাশে বসে
আলতো দু’হাতে চোখ মুছিয়ে দিস।
ঠিক-ভুল ভুলে আমি
তোর কাছে বাধা পড়ে গেছি,
ভিড়ে আজও একা হলে
তোর কাছে ছুটে চলে আসি।
তুই মন ছুঁয়ে গেলে
এই ঠোঁট মেখে ফেলে হাসি,
অচেনা শহরে আজও
হেঁটে চলি তোর পাশাপাশি।
Thik bhul bhule aami lyrics SOS Kolkata official video
Thik emon ebhabe lyrics Arijit Singh Gangster