Tor hoye jete chai lyrics – (তোর হয়ে যেতে চাই) ASUR
Tor hoye jete chai lyrics from movie ASUR starring by Jeet , Abir Chatterjee & Nusrat. The Song Is Sung by Md Irfan And Sayani Palit from the movie Asur. The movie starring Jeet, Abir Chatterjee And Nusrat Jahan.
The music composed by Amit Mitra Song Lyrics penned by Dipankar .The movie produced by Jeetz Filmworks Pvt. Ltd and direcetd by Pavel.
Music & Song Credits
Song | Tor Hoye Jete Chai |
Singer | Md Irfan & Sayani Palit |
Music | Amit Mitra |
Lyrics | Dipankar |
Music Arrangement | Anujeet Ghosh, Amit Mitra, Souvik Kabi |

Tor hoye jete chai lyrics in Bangla
আমার বেঁচে থাকা কারণ শুধু তুই
তোকে আছে বলা আজ এটুকুই,
জানি ঠিকই ধরবিরে হাত, শূন্য পথে
দেখ চলছে এখন দিন-রাত, কোনো মতে।
ক্ষতি কি যদি বাসিস ভালো আমায়
তোর হয়ে যেতে চাই,
তোর হয়ে যেতে চাই,
পারবো কি আমি বল?
তোর হয়ে যেতে চাই।
একবার ছুঁয়ে দে, যেন যাই রে ভিজে
সে প্রেমের শ্রাবন কোথায় খুঁজে পাই..
তোর হয়ে যেতে চাই,
তোর হয়ে যেতে চাই,
তোরই মতো অবিকল
তোর হয়ে যেতে চাই।
নেই প্রয়োজন, মিঠেল বাতাস
বুঝবে কি সে মন পায় নিঃশ্বাস,
ফাঁকা লাগে সব, থাকলে নিরম
সাজানো ঘরের মাঝেও কত বনবাস।
হয়তো ঝড়, করছে পর
মিলবোই দুজনে,
ভয় কিসে, থমকে যাস
কোন জে বরণে।
ভেঙে ফেল নিষেধ, ছুটে আয় কাছে
মুছে যা সকল দোহাই,
এ জীবনের যতটা মানে
থাকনা জুড়ে পুরোটাই।
জানি ঠিকই ধরবিরে হাত, শূন্য পথে
দেখ চলছে এখন দিন-রাত, কোনো মতে।
ক্ষতি কি যদি বাসিস ভালো আমায়
তোর হয়ে যেতে চাই,
তোর হয়ে যেতে চাই,
তোরই মতো অবিকল
তোর হয়ে যেতে চাই।
তোর হয়ে যেতে চাই,
তোর হয়ে যেতে চাই,
চোখে অনলি তবু জল
তোর হয়ে যেতে চাই..
তোর হয়ে যেতে চাই,
কেন এতো দাবানল।
তোর হয়ে যেতে চাই লিরিক্স – অসুর :
Amar beche thaka karon sudhu tui
Toke ache bola aaj etukui
Jani thiki dhorbire haat shunno pothe
Dekh cholche ekhon din-raat kono mote
Khoto ki jodi basis bhalo amay
Tor hoye jete chai
Tor hoye jete chai lyrics
Abar Phire Ele Lyrics Bengali (আবার ফিরে এলে) Arijit Singh Dwitiyo Purush Lyricsultima
Esho Bondhu Lyrics in Bangla (এসো বন্ধু) Uma Anupam Roy-Lyricsultima